রোটারি
ক্লাব অব কুমিল্লার ৫৫ তম অভিষেক অনুষ্ঠান "ময়নামতি"গতকাল শনিবার সন্ধ্যায়
নগরীর একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
রোটারি জেলা ৩২৮২ এর গভর্নর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান। অতিথি ছিলেন ফাস্ট
লেডি সামিনা হক ও এসিস্ট্যান্ট গভর্নর মোঃ সাখাওয়াত হোসেন।অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মো.নজরুল হক ভূঁইয়া স্বপন।এ সময় উপস্থিত
ছিলেন বিদায়ী সভাপতি অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম,বিদায়ী সাধারণ সম্পাদক
আহমেদ উল্লাহ আসাদী,বর্তমান সেক্রেটারি এমডি গোলাম মোস্তফা মিঠু।প্রোগ্রাম
চেয়ারম্যান ছিলেন ক্লাবের পিপি ইমামুজ্জামান চৌধুরী শামীম।ছবিতে অতিথিদের
সাথে ক্লাবের ২০২৩ -২০২৪ রোটাবর্ষের কার্যকরী কমিটির সদস্যরা।অনুষ্ঠানে
কুমিল্লার বিভিন্ন ক্লাবের সভাপতি সেক্রেটারি এবং ডিস্ট্রিক অফিসিয়ালরা
উপস্থিত ছিলেন। প্রোগ্রামের শুরুতে কুমিল্লার বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায়
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং শেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানেৱ
সমাপ্তি হয়।অনুষ্ঠানে অতিথিদের মাধ্যমে বিভিন্ন দুস্থ ও গরিবদের মাঝে
ইলেকট্রিক হুইল চেয়ার,সেলাই মেশিন,হৃদরোগের চিকিৎসা ও দৃষ্টি প্রতিবন্ধীদের
মাঝে নগদ অর্থ,একজন পঙ্গুকে কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হয়।