কুমিল্লা-৫
(বুড়িচং - ব্রাক্ষণপাড়া) আসনের নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরমের
আবেদন সংগ্রহ এবং জমা দিয়েছেন সাবেক আইনমন্ত্রী, আবদুল মতিন খসরু এমপির ছোট
ভাই,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর কার্যনির্বাহী সদস্য কুমিল্লা
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস। শনিবার বেলা
১২ টায় রাজধানী ঢাকার বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি
ওই মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেন। এসময় পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবদুল মমিন ফেরদৌস পেশায় একজন আইনজীবী। তিনি
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক দুই বারের
সভাপতি। তাছাড়া, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
কুমিল্লা ইউনিটের সাবেক সভাপতি। কুমিল্লার আইনজীবীদের বৃহৎ একটি
এলাকাভিত্তিক সংগঠন বুড়িচং-ব্রাহ্মণপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ
সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া, কুমিল্লা নগরীর অভিজাত শপিংমল
ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও প্রধান
নির্বাচন কমিশনার হিসেবে এক যুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কুমিল্লার সাবেক
সভাপতি ও বাংলাদেশ-৩১৫ বি৩ এর বর্তমান কেবিনেট মেম্বার। তিনি আঞ্জুমানে
মফিদুল ইসলাম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সহ বিভিন্ন
সামাজিক সংগঠনের জড়িত রয়েছেন। বড় ভাই সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর
বিশ্বস্থ সহযোগী হিসেবে দুই উপজেলার উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
এডভোকেট
আবদুল মমিন ফেরদৌস ১৯৬১ সালে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের
মিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পড়াকালীন সময়ে রাজনৈতিক হাতেখড়ি হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিকম ও কুমিল্লা আইন কলেজ থেকে এলএলবি শেষ
করেন। কুমিল্লা আইন কলেজে পড়াকালীন সময়ে তিনি ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে
কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তাঁর বড় ভাই প্রয়াত সাবেক
আইনমন্ত্রী মরহুম আবদুল মতিন খসরু সুপ্রিম কোর্ট বারে যোগদান করার পর
কুমিল্লার চেম্বারের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর থেকে তিনি অত্যন্ত
সুনামের সাথে কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
কুমিল্লা বঙ্গবন্ধু আ্ওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম আহবায়ক এবং সাবেক
ট্রেজারার, সম্মিলিত আইনজীবী পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক সহ গুরুত্বপূর্ণ
দায়িত্ব পালন করেন। তাছাড়া, তিনি ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও
২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা
প্রতীকের প্রার্থী বড় ভাই আবদুল মতিন খসরুর নির্বাচন পরিচালনা কমিটির দুই
উপজেলার প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করে বিজয় অর্জনে নেপথ্যে ব্যাপক
ভূমিকা রাখেন।