শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
৮ অগ্রহায়ণ ১৪৩১
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই- স্থানীয় সরকার মন্ত্রী
মোঃ হুমায়ূন কবির মানিক
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ২:২৯ পিএম |

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই- স্থানীয় সরকার মন্ত্রীআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আ.লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন- মানুষ তার মনের ইচ্ছায় ভোট দেয়াই স্বাধীনতা, জোর করে ভোট নেয়া নয়। নির্বাচন আসলে বিএনপির নেতা বলত কেন্দ্রে গিয়ে কেউ নৌকা মার্কায় ভোট দিলে তার নাম লিখে রাখা হবে। আগামী ৭ জানুয়ারি নির্বাচন জোর করে ভোট দেয়ার জন্য বলবো না। নিজ ইচ্ছাই নৌকায় ভোট দিবেন। নৌকা মার্কা মানে দেশের মানুষের উন্নয়ন, নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে এবং দেশে ব্যাপক উন্নয়ন হয়।
মনোহরগঞ্জ উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নির্বাচনী মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই- স্থানীয় সরকার মন্ত্রীতিনি আরো বলেন, আমি এমপি হওয়ার পর বহুবার হামলার শিকার হয়েছি। স্বাধীনতা বিরোধীরা এদেশে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে। সকল বাঁধা উপেক্ষা করে আমাকে এগিয়ে যেতে হবে বহু দূর। সে লক্ষে কাজ করে আজকে আমি এ পর্যায়ে। আজকে দেখেন পদ্মা সেতুতে ৩শ কোটি টাকা আয় হয়েছে। এটা কার জন্য সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য। আগামী ৭ তারিখে নৌকাকে জয়যুক্ত করে এ আসনটি বঙ্গবন্ধু কন্যাকে উপহার দেওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রী নির্বাচনী মত বিনিময় সভায় বলেন, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ঈর্ষনীয় অগ্রগতির ফলে আন্তর্জাতিক নানা মহলে বাংলাদেশ নিয়ে আগ্রহ ও ভূরাজনৈতিক গুরুত্ব বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ফলেই আজ আন্তর্জাতিক মহলে আমাদের কদর ও সমাদর বেড়েছে।
মোঃ তাজুল ইসলাম এ সময় বিরোধী বিএনপি নির্বাচনে না আসা প্রসঙ্গে বলেন, একটি রাজনৈতিক দলের সিদ্ধান্তের কারণে পুরো জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে না। মুক্তিযুদ্ধের পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মধ্য দিয়ে যে দলটি গড়ে উঠেছে সে দলটি জাতীয় স্বার্থ বিরোধী রাজনীতি করার ফলে দিন দিনই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রী এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের উদাহরণ টেনে বলেন, একসময় প্যারিস কনসোর্টিয়ামে বাংলাদেশের অর্থমন্ত্রী দাতা সংস্থাগুলো থেকে ঋণ প্রাপ্তির জন্য দেন দরবার করতেন কিন্তু বর্তমানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাগুলো আমাদের কাছে এসে তারা ঋণ দিতে ইচ্ছা পোষণ করে। কারণ বাংলাদেশ কখনো ঋণ খেলাপি হয়নি এবং বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা থাকার ফলে বিদেশী সংস্থাগুলো ঋণ দিতে চায়।
লাকসাম-মনোহরগঞ্জবাসীকে নৌকা প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের সমস্ত নেতা-কর্মী ভোটারদেরকে ভোটকেন্দ্রে আনার জন্য উৎসাহিত করবেন। কোন প্রকার জবরদস্তি নয় বরং ভোটারদেরকে বুঝাতে হবে ভোটাধিকার তার নাগরিক অধিকার। মন্ত্রী এসময় ভোটকেন্দ্রে কোন প্রকার অস্থিতিশীলতা তৈরির অপপ্রয়াস রুখে দিতে এবং জাল ভোট দেওয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, যেহেতু আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে চাই। মন্ত্রী এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে সুশৃঙ্খলতার সাথে নির্বাচনী প্রচারকার্য চালানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা মহিলা লীগের আহ্বায়ক এড. তানজিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদ আবুল বাশার , ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী, মোঃ কামাল হোসেন, আব্দুল হান্নান হিরো। উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সেলিম কাদের চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২