স্টাফ
রিপোর্টার: কুমিল্লা সদর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম
বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন- ‘এবারের যে ভোট, যার লগে আমি খারাইছি, তার
লগে ভোট করতে এতো মানুষ লাগে না। আমার কর্মীরা আমার ভোট করবে। বাহালুল,
রাজু- তারা আমার ভোট করবে।’
রবিবার (৩১ ডিসেম্বর) কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নের বন্দিশাহী স্কুল মাঠে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
এমপি
বাহার বলেন, ‘আমি আপনাদের সবাইকে নিয়ে শেখ হাসিনার ভোটটা করবো। আমরা সবাই
শেখ হাসিনাকে ভোট দিবো। ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে এই
কুমিল্লা শেখ হাসিনার।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমপি
বাহার রবিবার বিকাল ৩ টায় আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ও সন্ধ্যায় নগরীর ২০
নং ওয়ার্ডের কাজীপাড়া, ১৯ নং ওয়ার্ডের পকেট গেইট ও রাতে ১৩ নং ওয়ার্ডের
থীরা পুকুরপাড় এলকায় নৌকা প্রতীকের উঠান বৈঠকে বক্তব্য রাখেন।
এসব উঠান
বৈঠকে হাজী বাহার এমপি আরও বলেন, আমাদের মায়েদের সবচেয়ে বেশি সম্মানিত
করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামী ৭ তারিখ পুরুষদের আগে মায়েরা
কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন। এই নৌকার মালিক শেখ হাসিনা, এই নৌকার মালিক
বঙ্গবন্ধু। ১৯৭০ সালের নির্বাচনে জাতির ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে
পেয়েছে স্বাধীন বাংলাদেশ। এবারের নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যার পক্ষে
ঐক্যবদ্ধ হলে ভোট দিলে পাবেন স্মার্ট বাংলাদেশ। নির্বাচনকে ঘিরে
আন্তরজার্তিক চক্রান্ত চলছে। আন্তরজার্তিক চক্রান্তের কারণে আমরা
বঙ্গবন্ধুকে হারিয়েছি। শেখ হাসিনাকে রক্ষার দায়িত্ব আমাদের। ভোটের মাধ্যমে
শেখ হাসিনাকে রক্ষা করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আগামী ৭
জানুয়ারী পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন, শেখ হাসিনার মার্কা
নৌকায় ভোট দিবেন। ভোট উৎসবের মাধ্যমে আন্তরজার্তিক চক্রান্তের জবাব দিতে
হবে।