ইউরোপিয়ান ফুটবল লিগে চলছে রমরমা ফুটবলের সূচি। নতুন বছর আসার পরপরই শুরু হয়েছে শীতকালীন দলবদলের সূচি। একইসঙ্গে মৌসুমের মাঝপথ শেষ হওয়ায় শিরোপা আর রেলিগেশনের লড়াইও আকার বুঝে নিয়ে শুরু করেছে। লড়াইয়ের পরিধি বোঝা যায় পয়েন্ট তালিকার দিকে তাকালে। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ ৫ দলের মাঝে পয়েন্ট পার্থক্য মোটে ৩। লা-লিগা আর সিরিআ তেও চলছে বড় রকমের লড়াই।
কিন্তু ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এই ঠাসা সূচির মাঝেই জানুয়ারি মাসে শুরু হচ্ছে দুই মহাদেশের ফুটবল উৎসব। এশিয়ান মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর এএফসি এশিয়ান কাপ শুরু হবে ১২ই জানুয়ারি। চলবে ১০ ফেব্রুয়ারি। আর আফ্রিকায় আফ্রিকান কাপ অব নেশন্স (আফকন) শুরু হবে ১৪ জানুয়ারি। আর ফাইনাল ১২ ফেব্রুয়ারি। আর এই সময়টায় খেলোয়াড়, দর্শক, টিভিস্বত্ত্বসহ বড় রকমের ক্ষতির মুখে থাকবে ইউরোপের লিগগুলো।