কুমিল্লার
ঐতিহ্যবাহী নাট্য সংগঠন যাত্রিক নাট্য গোষ্ঠী, কুমিল্লা ২০২৩ সালের
সেপ্টেম্বর মাস পর্যন্ত তারা ৬টি নাটকের ১১টি মঞ্চায়ন করে। নটকগুলো হল
শাস্তি-১, আমাদের ও দায় আছে -২, মহীয়সী নবাব ফয়জুন্নেছা -২,, আমরা
স্বাধীনতা চাই -৪, সুবচন নির্বাসনে -১ এবং প্রস্ত্ততি সভা-১ । ইংরেজী
নববর্ষ ২০২৪ সালের প্রথম দিনে তাদের ৫৩ তম প্রযোজনা নাটক ‘প্রস্তুতি সভা’র
২য় প্রদর্শনী সিটিকরপোরেশন জামতলা এবং ৩য় মঞ্চায়ন জেলা শিল্পকলা একাডেমি
কুমিল্লা প্রাঙ্গণে করে। নাটক রচনায় প্রদীপ দেওয়ানজী। নাটকের বিভিন্ন
চরিত্রে অভিনয় করে মোঃ গোলাম হাসনাঈন নাঈম, নজরুল ইসলাম রতন, আবদুল কাদের,
কে, এম নাজিম, সুসান্ত,মেঘলা, প্রিতী, পূজা প্রমুখ। যাত্রিক এ পর্যন্ত ৫৩
টি নাটকের ৩০৩ তম প্রদর্শনী করল। নাটক মঞ্চায়ন ছাড়াও যাত্রিক এ বছর পদ্মা
সেতু পরিদর্শন ও বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা অপর্ণ, বঙ্গবন্ধুর
জ¤œদিনে ফুলের শ্রদ্ধা নিবেদনসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা
দিবস, জাতীয় শোক দিবস, রাবিন্দ্র -নজরুলের জ¤œ ও মৃত্যু দিবসে ফুলেল
শ্রদ্ধাঞ্জলী জানানো হয় এং বিশ্ব নারী দিবসে নারী ফোরাম কুমিল্লা আয়োজিত
অনুষ্ঠানে যাত্রিক নৃত্য, গান ও নাটকের অংশ বিশেষ পরিবেশন করা হয়। এছাড়াও
বিশ্ব নাট্য দিবস উপলক্ষ শোভাযাত্রা, ইফতার, ৪৯ বর্ষে পদার্পণ উপলক্ষে
মিলন-মেলার অনুষ্ঠান পালন, বিজয় দিবস উপলক্ষকে ফুলের শ্রদ্ধাঞ্জলী অর্পণ
করেছে ।
যাত্রিকের সভাপতি অধক্ষ হাসান ইমাম মজুমদার নববর্ষ ২০২৪ সালের
সকল নাট্যপ্রেমী দর্শক, মঞ্চকর্মী ও শুভানুধ্যায়ীদেরকে শুভেচ্ছা জানান এবং
সবসময় যাত্রিকের পাশে থাকার আহ্বান জানান।