প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৫ পিএম |
শুক্রবার বিকেলে কুমিল্লায় ঈগল গ্রুপ ও রতন গ্রুপ নামে দু'টি কিশোর গ্যাং গ্রুপের সশস্ত্র মহড়ার ঘটনা নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ প্রশাসন। সংঘর্ষের ঘটনায় প্রত্যক্ষ জড়িত ১৬ জনকে গ্রেপ্তার, ১০ টি ধারালো অস্ত্র ও ৯ টি ককটেল উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। পুলিশ সুপার বলেন, কুমিল্লা জেলায় ১৫ থেকে ২০ টি কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। ৭ থেকে ২০ জনের সদস্য নিয়ে তৈরি হয় এক একটি গ্যাং। খেলা কিংবা এলাকায় আধিপত্য নিয়ে বিস্তারের চেষ্টা করে এসব গ্যাংগুলো। গত শুক্রবার বিকেলেও কুমিল্লার সার্কিট হাউজ মোড়ে ঈগল ও রতন নামে দুটি গ্যাংয়ের প্রকাশ্য অস্ত্রের মহড়া জনমনে আতঙ্ক তৈরী করে।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, কিশোরগ্যাংয়ের সদস্যরা সাধারণত ১৪ থেকে ২০ বছর বয়সী। স্কুল কলেজ ফাঁকি দিয়ে অভিভাবকদের নজরের আড়ালে গিয়ে আড্ডা থেকে শুরু হয় গ্যাং তৈরী। আধিপত্য বিস্তারের মহড়ায় তাদের হাতে দেখা যায় দেশীয় বানানো ধারালো অস্ত্র ও ককটেল।
শুক্রবারের ঘটনায় মোট চারটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া কিশোর গ্যাং গ্রুপের প্রশ্রয়দাতা কারা তাদেরকে খুঁজে বের করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী এমন জোর দাবিও জানিয়েছে পুলিশ।