বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১
দুই সেঞ্চুরিতে চালকের আসনে শ্রীলঙ্কা
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৭ এএম |




প্রথম ইনিংসে আফগানিস্তানকে দুইশর আগে গুটিয়ে দিয়ে নিজেদের কাজটা ভালোই করলো শ্রীলঙ্কা।তারপর ব্যাটিংয়ে নেমে দেখালো দাপট। দ্বিতীয় দিনে আসলো দুই সেঞ্চুরি। আর তাতে কলম্বো টেস্টে চালকের আসনে বসেছে ধনঞ্জয়া ডি সিলভার দল। প্রথম ইনিংসে ২১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করছে তারা।
১১৮ রানে পিছিয়ে থেকে ১০ উইকেট হাতে আজ দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। তাতে ব্যাট হাতে নেতৃত্ব দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ভর করে বড় লিডের পথে আছে লঙ্কানরা। দিন শেষে শ্রীলঙ্কা তোলে ৬ উইকেটে ৪১০ রান। তাতে স্বাগতিকরা এগিয়ে ২১২ রানে।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৯৩ রান যোগ করেন দুই ওপেনার নিশান মাদুশঙ্কা ও দিমুথ করুনারতেœ। উদ্বোধনী জুটি ভাঙে মাধুশঙ্কা (৩৭) ফিরলে। প্রথম সেশনে দিমুথ করুনারতেœ ও কুশাল মেন্ডিসের উইকেটও তুলে নেয় আফগানরা। টেস্ট ক্যারিয়ারের ৩৫তম ফিফটি করা করুনারতেœ ৭২ বলে করেন ৭৭ রান।
এরপর চতুর্থ উইকেটে ২৩২ রানের জুটি গড়েন ম্যাথিউস ও চান্দিমাল। ১৮৫ বলে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাথিউস। আর চান্দিমাল তার ১৫তম সেঞ্চুরি পূর্ণ করেন ১৬৮ বলে। শেষ পর্যন্ত ১০ চার ও ১ ছক্কায় ১৮১ বলে ১০৭ রান করে চান্দিমাল ফিরলে জুটি ভাঙে। চান্দিমালের পরই ধনঞ্জয়া (০) রান আউটে কাটা পড়েন।
এরপর ম্যাথিউস ব্যক্তিগত ১৪১ রানে হিট আউট হন। তার ২৫৯ বলের ইনিংসে ছিল ১৪ চার ও ৩ ছক্কার মার। ম্যাথিউসের আউটের পর দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি টানেন দুই আম্পায়ার। সামারাবিক্রমা ২১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন। তাকে সঙ্গে দিবেন নতুন কোনো ব্যাটসম্যান।















সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন টিউলিপ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২