কুমিল্লার
বরুড়া নারী অধিকার ফোরামের উদ্যোগে ৩ ফেব্রুয়ারি পৌরসভার বাগমারা মিয়াজী
বাড়িতে শীতার্ত মানুষের মাঝে চাদর উপহার অনুষ্ঠিত হয়।
নারী অধিকার
ফোরাম এর সভাপতি শাকিলা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাব
এর সাবেক সভাপতি এডভোকেট জয়নাল আবদীন মাজহারী, ওরাই আপনজন সংগঠনের সভাপতি ও
বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, সহকারী অধ্যাপক
সাংবাদিক মাসুদ মজুমদার, মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি আজহার সুমন,
নারী অধিকার ফোরাম এর সাধারণ সম্পাদক মাস্টার পারভিন ইসলাম, মহিলা
কাউন্সিলর নারী নেত্রী মিনোয়ার বেগম, মাস্টার মীম মরিয়ম, মোরশেদা আক্তার
এনি চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে শতাধিক নারীর মাঝে চাদর উপহার প্রদান করা
হয়।