প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৪২ পিএম |
দিনাজপুরের চিরিরবন্দরে বিআরটিসি বাস দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জার ভ্যানে ধাক্কা দিলে চারজন নিহত হন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার দিনাজপুর রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মংসু চাকমার মেয়ে লতা ইয়া চাকমা (৫২), এসং চাকমার মেয়ে মাইন্দো চাকমা (৪৫), ইসমাইলের ছেলে রিকশাচালক নজুরুল ইসলাম নজু (৪৫) ও আজিমদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৪০)।
স্থানীয়রা জানায়, সকালে দিনাজপুর ছেড়ে আসা রংপুরগামী দ্রুতগতির বিআরটিসি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসি বাসের ধাক্কায় দুজন পথচারী ও দুজন রিকশাচালক নিহত হয়েছেন।