প্রথমদিনের
মতো সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা শেষ করেছে আওয়ামী লীগ।
এদিন রাজনৈতিক সংগঠনের নেত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার ৮১০ জন মনোনয়ন ফরম
সংগ্রহ করেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে চলে ফরম কেনাবেচা।
চিত্রনায়িকা
অপু বিশ্বাস, সাবা, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, শহীদ সংসদ সদস্য নুরুল হক
হাওলাদারের মেয়ে জোবায়দা হক অজন্তাসহ ৮১০ জন ফরম সংগ্রহ করেছেন। এসব ফরম
বিক্রি করে একদিনে আওয়ামী লীগের আয় ৪ কোটি ৫ লাখ টাকা।
সকাল ১০টায়
মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বেলা ১১টায় পরিদর্শনে আসেন দলের সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ত্যাগী ও পরীক্ষিতদের মনোনয়ন দেবে আওয়ামী লীগ।
আমাদের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পর থেকেই পরবর্তী
নির্বাচন নিয়ে কাজ শুরু করবেন। জেলা সফরে গিয়েও যোগ্য কাউকে দেখলে তার নাম
লিখে রাখেন। সময়মতো সেটা কাজে লাগান।’
সংস্কৃতি অঙ্গনের কেউ কেউ মনোনয়ন পেতে পারেন বলেও আভাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
নিয়ম অনুযায়ী এ সংসদে সংরক্ষিত আসনের ৫০টির মধ্যে ৪৮টি আওয়ামী লীগের। বাকি দুটি বিরোধীদলের জন্য নির্ধারিত।
৪৮
আসনে মনোনয়ন দিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ ফরম বিক্রি ও জমা
নেবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ৫০ হাজার টাকার বিনিময়ে যে কেউ (নারী)
এনআইডির ফটোকপি নিয়ে ফরম নিতে পারবেন।