বাংলাদেশ
ক্রিকেট বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থা কুমিল্লার আয়োজনে শুরু হয়েছে জাতীয়
স্কুল ক্রিকেট প্রতিযোগিতা কুমিল্লা ভেন্যুর খেলা। প্রাইম ব্যাংক জাতীয়
স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক
খন্দকার মু: মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি নাজমুল আহসান
ফারুক রোমেন, সাধারণ সম্পাদক কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, মোঃ মাহবুব
মোর্শেদ, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্রাঞ্জ, প্রাইম
ব্যাংক লিমিটেড, কুমিল্লা শাখা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঙ্কজ বড়ুয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা।
অংশগ্রহণকারী
৮টি স্কুল দল নিয়ে হয়েছে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। অংশগ্রহণকারী দলগুলো
হচ্ছে কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা জিলা স্কুল, পুলিশ লাইন হাই স্কুল,
ইউসুফ হাই স্কুল, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ইবনে তাইমিয়া স্কুল এন্ড
কলেজ, এ্যাথনিকা স্কুল এন্ড কলেজ, কুমিল্লা মর্ডান হাই স্কুল ।