চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ৭৫ বোতল ফেনসিডিল বোঝাই একটি
ব্যাটারিচালিত টমটম জব্দ করেছে র্যাব। এ সময় সোহেল রানা নামের এক মাদক
ব্যবসায়ীকে আটক করা হয়। সে সদর দক্ষিণ উপজেলার যগুপুর গ্রামের দক্ষিণ পাড়ার
আলী আজমের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১
সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
র্যাব
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের চৌদ্দগ্রামের চান্দুল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
র্যাবের একটি টিম। অভিযানকালে মাদক ব্যবসায়ী সোহেল রানাকে আটক করা হয়। এ
সময় তাঁর হেফাজত থেকে ৭৫ বোতল ফেনসিডিল ও একটি ব্যাটারী চালিত অটো টমটম
উদ্ধার করা হয়েছে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে আটককৃত সোহেল রানা
দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে
কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি এবং খুচরা
মূল্যে বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে।
র্যাব-১১ সিপিসি-২
কুমিল্লার অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘আটককৃত সোহেল রানার
বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও
জানান তিনি’।