স্বনামধন্য
ব্যবসায়ী গ্রুপ এসিআই লিমিটেড এবং ডেনমার্কের জুস জায়ান্ট কো-রো এ/ এস এর
যৌথ বিনিয়োগে তৈরি এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড, এক জমকালো অনুষ্ঠানের
মাধ্যমে বাংলাদেশে তাদের সর্বপ্রথম কারখানার উদ্বোধন ঘোষণা করেছে। উদ্বোধনী
অনুষ্ঠানটি ৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে তাদের অত্যাধুনিক কারখানায় অনুষ্ঠিত
হয়।
আসল ফলের পাল্প সমৃদ্ধ ইউরোপীয় স্ট্যান্ডার্ডের দারুণ স্বাদের ফ্রুট
ড্রিংক বাংলাদেশি ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১৯ সালে দেশীয় ও
বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে গঠিত হয় এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড। এই যৌথ
বিনিয়োগের মূল লক্ষ্য হলো সানকুইক ব্র্যান্ডের সুনাম ও অভিজ্ঞতাকে কাজে
লাগিয়ে আন্তর্জাতিক মানের ফ্রুট ড্রিংক বাজারজাত করা।
মাননীয়
কৃষিমন্ত্রী, ড. মো. আব্দুস শহীদ এমপি, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের
রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, জাতীয় সংসদের হুইপ আলহাজ নজরুল ইসলাম
বাবু এমপি, এসিআই গ্রুপের চেয়ারম্যান এম. আনিস-উদ দৌলা, এসিআই লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, কো-রো এ/ এস এর প্রেসিডেন্ট সোরেন হোম
জেনসেন, কো-রো এ/ এস এর এশিয়া রিজিয়নের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সোরেন
রোওন, এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিলস রনো,
স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নির্বাহী শীর্ষ ব্যবস্থাপনা
এবং উভয় প্রতিষ্ঠাতা কোম্পানির বিশিষ্ট নেতৃবৃন্দ উপরিউক্ত অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন।