কুমিল্লার
বরুড়া চান্দিনা রোড খোলা পেট্রোল দোকানে আগুন লেগে ১২ লক্ষ টাকার ক্ষতি
সাধিত হয়েছে বলে জানা যায়। ৮ জানুয়ারী বিকেলে এ আগুনের সূত্রপাত ঘটে।
আগুনের খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে।
এরই মাঝে পাশাপাশি আরো ২ টি দোকান এবং দোকানে থাকা পেট্রোল, মাছের খাদ্য ও ৩ টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়।
দোকানের
মালিকের ছেলে তন্ময় জানান,১ হাজার লিটার পেট্রোল, অকটেন , ২ টন মাছের
খাদ্য ও ৩ টি মোটরসাইকেল দোকানে ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। যার আনুমানিক
মূল্য ৮ লক্ষ টাকা হবে।
আগুনের সূত্রপাত জানা যায় নি।
ফায়ার
সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, দিনে আগুন লাগায় ক্ষয়ক্ষতি
কম হয়েছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে আগুনের সূত্রপাত।৫০ মিনিটের আপ্রাণ
চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমান ১০/১২ লাখ টাকা
হবে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম চৌধুরী ঘটনার স্হল পরিদর্শন করেছেন।
দোকানের মালিক জগবন্ধু অজ্ঞান হয়ে বরুড়া ডকটরস কমিউনিটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।