নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে মহানগর
আওয়ামী লীগের সমর্থন পাওয়ার পর সংগঠনটির সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার
সূচনা বলেছেন, আমি আপনাদের সকলের ভালবাসা এবং আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে
যেতে চাই। সবাইকে সাথে নিয়ে সুন্দর ও শান্তিপূর্ণ কুমিল্লা গড়ে তুলতে চাই।
গতকাল ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে কুমিল্লা শিল্পকলা একাডেমীতে মহানগর আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
তাহসিন
বাহার সূচনা বলেন, আমি খুব ছোট বেলা থেকেই এমন একটি পরিবারে জন্ম গ্রহন
করেছি যেখানে আমি দেখেছি আমার বাবা এবং মা মানুষের জন্য কাজ করেন। আমার এই
মঞ্চের সামনে অনেক মানুষ আছে যাদেরকে আমার ঘরের মানুষ হিসেবে দেখেছি। আমি
অনেক বড় হয়ে বুঝেছি দলের কর্মী ও পরিবারের সদস্য এক। এখনো আলাদা লাগে না।
ছোট বেলায় আমি আব্বাকে জিজ্ঞেস করতাম আমরা কোন বংশের? আব্বা আমাকে দুষ্টুমি
করে বলতো বাহার বংশের। আমি বিশ^াস করি এখানে যারা আছেন তারা প্রত্যেকে
বাহার পরিবারের সদস্য, বাহার বংশের সদস্য। আপনারা আমাকে এত সুন্দর করে চলার
পথকে মসৃণ করে দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন
করছি। এখানে আমার বাবার বয়সী অনেক চাচারা আছেন এবং যারা আমার ছোট বয়সী আছো
তারা কিছুদিন আগেও ইলেকশনে কাজ করেছো; মাঠে আমরা এক প্রকার সংগ্রামই করেছি
। সেই সংগ্রামী সাথীরা সবাইকে নিয়ে একটি সুন্দর কুমিল্লার পরিকল্পনা করবো।
যেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এখানে অনেকে আমার বাবার
বয়সী, এখানে আমার চাচারা আছেন। আমার ভাই সিনিয়র যারা আছেন তাদের দিক
নির্দেশনা ও তাদেরকে সাথে নিয়েই আমি চলতে চাই। আমি বিশ^াস করি যে, আমার
বাবা যেভাবে কুমিল্লাকে ভালোবাসে এবং নেতা-কর্মীদের ভালবাসে। ব্যক্তি
বাহারকে যেভাবে বিশ^াস-আস্থা রেখেছেন সেভাবে আমিও আপনাদেরকে নিরাশ করবো না।
আপনাদের সকলের সহযোগীতা পেলে আমরা সুন্দর কুমিল্লা গড়ে তুলবো। আপনাদের
সকলের ভালবাসা এবং আপনাদেরকে সাথে নিয়েই আগাতে চাই।