গত ৬ ফেব্রুয়ারি
সন্ধ্যায় মিনহাজ উদ্দিন আহমেদের পরিচালনায় কুমিল্লা নজরুল ইন্সটিটিউট
অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এক্সক্লুসিভ মিউজিক্যাল ইভেন্ট কনসার্ট ।
১৯৭৫
সালে বন্ধু সমতুল্য ওস্তাদ মনোয়ার হোসেন (টুটুল)-এর কাছ থেকে মিনহাজ
উদ্দিন আহমেদ গিটারের হাতেখড়ি শুরু করেন। টুটুল ও বাংলাদেশের আরেক
স্বনামধন্য গীটারিস্ট আক্তার হোসেন (মানিক) ২জনই তাকে নানান ভাবে
অনুপ্রেরণা দিয়েছেন। পরবর্তিতে গায়ক এবং সুরকার লাকী আখন্দের ছোট ভাই
গিটারিস্ট, গায়ক এবং সুরকার হ্যাপী আখন্দ (বর্তমানে যিনি না ফেরার দেশে) ২য়
ওস্তাদ বলে তিনি জানান। বিশ্বখ্যাত গায়ক কিশোর কুমারের গানের প্রতি যার
রয়েছে প্রচ-ভাবে আসক্তি। কিশোর কুমারের প্রায় গান এ গিটারের উপর বেজ করে
কম্পোজিশন করা হয়েছে যার সাথে ছিলেন কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের
ছেলে আর.ডি. বর্মণ।
‘এক্সক্লুসিভ মিউজিক্যাল ইভেন্ট’ মিনহাজ উদ্দিন
আহমেদ ও তার অনুসারী সকল ছাত্র-ছাত্রীরা গিটার পরিবেশন ও গান পরিবেশন করেন।
সমস্ত অনুষ্ঠান জুড়ে গান ও গিটারের সুরে মুগ্ধ ছিল দর্শকশ্রোতা।