বুড়িচং
প্রতিনিধি: গতকাল ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম
স্থান অর্জন করেছে কুমিল্লা বুড়িচং উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান
পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাহিনুর আক্তার।
রাজশাহীতে
অনুষ্ঠিত ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় গোলক ইভেন্টে প্রথম স্থান
অর্জন করেছে মাহিনুর আক্তার। তার এই জয়ে বুড়িচং ও পূর্ণমতি এলাকায় মানুষের
মধ্যে আনন্দের বন্যা বইছে ।
পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের
সভাপতি ও বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল
আবেদীন বলেন আজকে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি আমার স্কুলের এবং কি
আমার গ্রামের মেয়ে মাহিনুর দেশ সেরা হয়েছে। এটা ভেবে আমার আসলে চোখে আনন্দ
অশ্রু চলে এসেছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং ভবিষ্যতে
ক্রীড়াঙ্গনে সে আরো সফল হবে এই দোয়া করছি।
পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ কাউসার রহমান বলেন, আমার স্কুলের ছাত্রী
মাহিনুর উপজেলা, কুমিল্লা জেলা, চট্টগ্রাম বিভাগ অঞ্চলসহ সব ক্ষেত্রে প্রথম
স্থান অর্জন করে আজ দেশ সেরা হয়েছে। এজন্য আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ
থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।