নিজস্ব
প্রতিবেদক: চলছে অমর একুশে বইমেলা-২০২৪। মেলা গড়িয়েছে আজ দশম দিনে। সরকারি
ছুটির দিন হওয়ায় এদিন সকাল থেকেই প্রাণবন্ত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
শুক্রবারও কানায় কানায় পরিপূর্ণ ছিল মেলা প্রাঙ্গণ। সেই রেশ দেখা গেছে আজও।
সকাল থেকেই মেলার মূল আকর্ষণ শিশু প্রহরে ভিড় দেখা যায় শিশুদের। বেলা গড়ার
সঙ্গে সঙ্গে বেড়েছে দর্শনার্থী সমাগম।
শনিবার (১০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে
দেখা যায়, ছুটির দিন হওয়ায় বেলা ১১টা থেকে বইপ্রেমীরা আসতে থাকেন মেলায়।
দুপুরের তপ্ত রোদেও দর্শনার্থীরা ভিড় করেন স্টলে স্টলে। শিক্ষাপ্রতিষ্ঠান
বন্ধ থাকায় শিক্ষার্থীদের আনাগোনাও দেখা গেছে। অন্যদিকে আজ ঢাকা
বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরাও
ঢুঁ মেরেছেন মেলায়।
মেলায় শিশুচত্বরে কথা হয় রিয়াজুল ইসলামের সঙ্গে।
তিনি বলেন, তাকধুম স্টল থেকে আহসান হাবিবের গল্পের বই কিনেছি। ছোট ভাইয়ের
জন্যও বই নিয়েছি। দুপুর আড়াইটার সিসিমপুর শো দেখেছি।
আরেক দর্শনার্থী
সাইফ সামি বলেন, আজ আইবিএতে ভর্তি পরীক্ষা ছিল। কাজিনসহ টঙ্গী থেকে এসেছি।
পরীক্ষা শেষে ভাবছি বইমেলা ঘুরে যাবো, তাই মেলায় আসা। এখনো বই কেনা হয়নি।
তাই খুঁজে খুঁজে দেখছি।
কুঁড়েঘর প্রকাশনীর বিক্রয়কর্মী স্মৃতি সাহা
বলেন, আজও মেলায় ভালো জনসমাগম। অন্যদিনের তুলনায় ছুটির দিনগুলোতে মোটামুটি
ভালো বেচাকেনা হয়।
এদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার মূলমঞ্চে এদিন
আয়োজন করা হয় ‘জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি: সুচিত্রা মিত্র’ শীর্ষক আলোচনা
অনুষ্ঠান। মফিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সাইম
রানা। আলোচনায় অংশগ্রহণ করেন আহমেদ শাকিল হাসমী ও অণিমা রায়।