শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪
২ কার্তিক ১৪৩১
কুমিল্লায় কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলেসহ নিহত ৫
তানভীর খন্দকার
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৫ এএম আপডেট: ১১.০২.২০২৪ ১:০৭ পিএম |

কুমিল্লায় কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলেসহ নিহত ৫ কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রবিবার সকালে মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার  ৫ জন নিহত হয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোজাম্মেল হক।

নিহতরা হলেন পিযুজ মন্ডল( ২৮) কালাঘোনা দক্ষিন নগর এলাকার মৃত চিত্ররঞ্জন মন্ডলের ছেলে। জাহানারা বেগম (৫৫) আনুয়া খোলা এলাকার মৃত শরাফত উল্লাহ স্ত্রী। 
মো: শফি উল্লাহ আনুয়া খোলা এলাকার মৃত শরাফত এলাকার ছেলে।
মনির মিয়া (৩৫) দাউদকান্দি দক্ষিন নগর এলাকার রুহুল আমিনের ছেলে।
ইসমাইল মিয়া (৩৮) দাউদকান্দি ধরজখোলা এলাকা ওহিদ মিয়ার ছেলে। 

পুলিশ জানায় সকালে দাউদকান্দি গৌরিপুর মুখী একটি সিএনজির সাথে কচুয়ামুখী কাভার্ড ভ্যানটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৫ জনকে আশংকাজনক অবস্থায় স্থানীয় উদ্ধার করে দাউদকান্দি গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। 

এই বিষয়ে কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোজাম্মেল হক  জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনায় কবলিত সিএনজি ও কাভার্ড ভ্যানটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতদের গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়ে। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে।












সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সরবরাহ বন্ধে বিপর্যস্ত জনজীবন
ডেভেলপমেন্ট ফর সোসাইটি’র উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ
এইচএসসিতে শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের শতভাগ সাফল্য
শমসের মবিন চৌধুরী আটক
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন, কুমিল্লা জুড়ে গ্রাহকদের ভোগান্তি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কর্মবিরতি পালন
আমাকে নিয়ে খেলবেন না, ভিডিও বার্তায় সাকিব
কারাগারে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২