ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জায়গা সংক্রান্তের বিরোধের জের ধরে
চাচাত ভাইয়ের ঘুষিতে মো সোহেল মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছে। শনিবার রাতে
উপজেলার আড়াইসিধা বাজারের পাশের রঙিলা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল একই
এলাকার মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে রোকন উদ্দিন
মিয়ার পরিবারের সাথে তার বড় ভাই আবুল কাশেম মিয়ার ছেলেদের কথা কাটাকাটি
থেকে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে কাশেম মিয়ার পরিবারের আলমগীর, খলিল,
মাইনুদ্দিন ও রমজান মিয়া চাচাতো ভাই সোহেলকে ঝাপটে ধরে কিল ঘুষি মারে। এসময়
সোহেল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল
হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশুগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন।