তিতাস
প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী রবিবার বেলা
১১টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির
সভাপতি মোঃ আলম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের
দাতা সদস্য হাজী মোবারক হোসেন সরকার, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক
আবুল বাশার বকুল, মাছিমপুর বাজার কমিটির সভাপতি আব্দুল বাতেন সরকার রেনু,
বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য ইকবাল হোসেন বাবুল, বিদ্যালয়ের অভিভাবক সদস্য
জহিরুল ইসলাম পাশা, মিজান সরকার, নুরুজ্জামান, রুজিনা আক্তার ও কলাকান্দি
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
এছাড়াও আরো
উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয়
শিক্ষক শহিদুল বাশার।