শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
৭ পৌষ ১৪৩১
প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রদর্শনী করলো কুবি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০৩ এএম |

  প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রদর্শনী করলো কুবি

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতœতাত্ত্বিক বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী প্রতœ প্রদর্শনীয় উৎসব শুরু হয়েছে। এতে মিশরীয় ও সিন্ধু সভ্যতা, মহাস্থানগড়, ময়নামতি, শালবন বিহার, পাহাড়পুর বৌদ্ধবিহার ও আহসান মঞ্জিলসহ প্রাগৈতিহাসিক ও ঔপনিবেশিক যুগের বিভিন্ন স্থাপত্যের রেপ্লিকা এবং প্রতœতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন প্রদর্শন করা হয়েছে।
তিনদিনব্যাপী এই প্রদর্শনী উৎসব চলবে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার। প্রতœতত্ত্ব সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনী উৎসবে সহযোগিতা করেন প্রতœতত্ত্ব বিভাগের সহযোগী সংগঠন আর্ট অ্যান্ড হ্যারিটেজ সোসাইটি।
সোমবার (১২ ফেব্রুয়ারি ) সকাল ১০ টা ৩০ মিনিটে শোভাযাত্রা ও কেক কেটে প্রতœতত্ত্ব সপ্তাহের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহামাদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, উদযাপন কমিটির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছন খান, বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন।
প্রতœ-প্রদর্শনীয় অনুষ্ঠান সম্পর্কে মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, গত ১০ বছরে এ বিভাগ কতদূর আগালো এবং শিক্ষার্থী কী শিখেছে সব গুলো বিষয় সম্পৃক্ত রেখে আমাদের আয়োজন। এ উৎসবের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো প্রতœতত্ত্ব প্রদর্শনী ও মডেল তৈরি করা। পাশাপাশি এ অঞ্চলে প্রতœতত্ত্বে যারা ভূমিকা রেখেছে যে ধরনের প্রতœতাত্ত্বিক ও ইতিহাসবিদদের তুলে ধরার চেষ্টা করেছি এবং ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ততা মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এছাড়াও আমরা আশেপাশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আমন্ত্রণ পত্র পাঠিয়েছি যেন সবাই অংশগ্রহণ করতে পারে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রদর্শনী দেখতে অংশগ্রহণ করেছেন। এতে করে তারা আমাদের দেশীয়, স্বজাতীয় ও নিজস্বতার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবে।
এছাড়াও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সৌজন্যে আজ ও আগামীকা ভ্রাম্যমাণ প্রদর্শনীর জন্য দুটি ক্যারাভান ব্যবস্থা করা হয়েছে যেখানে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় প্রদর্শনী ব্যবস্থা রেখেছেন। এছাড়াও সন্ধ্যায় মহাকাশ পর্যবেক্ষণের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৫ই ফেব্রুয়ারি বিকাল ৪ টায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে দশবছর পূর্তি উৎসব।













সর্বশেষ সংবাদ
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় রোপা আমন ধান কাটার উৎসব
কুবি শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে উদ্যোগ নেই
নগরীর চাঙ্গিনীতে দখলকৃত সরকারি রাস্তাটি আজও দখলমুক্ত হয়নি
যাত্রীদের চরম দুর্ভোগ লাকসামে ইঞ্জিন লাইনচ্যুত, আড়াই ঘন্টা পর ছেড়ে গেলো ট্রেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লটারীতে যাদের নাম আসেনি, তারা যাবেন কোথায় ?
কুমিল্লায় অটোচালকের মৃত্যুর ঘটনা ভাইরাল;
কুমিল্লায় ঝগড়া থামাতেগিয়ে বৃদ্ধের মৃত্যু
কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
লাকসামে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন উদ্বোধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২