কুমিল্লার
বরুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের নামে অনুমোদনবিহীন পরীক্ষার অজুহাতে জনগণকে
প্রতারিত করার অপরাধে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
১২
ফেব্রুয়ারী ২৪ ইং সোমবার মোঃ মঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে জয়নগর শিডিউল কাস্ট হাই স্কুলে এ
মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সেখানে ফ্রী মেডিকেল ক্যাম্পের নামে
অনুমোদনবিহীন পরীক্ষা করে জনগণকে প্রতারিত করা এবং ভূয়া পদবী ব্যবহার করার
অপরাধ আমলে নেয়া হয়।
উক্ত অপরাধে ১) মোজাম্মেল হোসেন (২১), পিতাঃ মৃত
আব্দুল আলী, সাং- কচুয়া, চাঁদপুর কে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনগনকে প্রতারিত
করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ২০,০০০/- এবং ২)
খায়রুল ইসলাম (৩০), পিতাঃ জামাল হোসেন ভূঁইয়া, সাং- দাউদকান্দি, কুমিল্লা
কে ভূয়া ডিগ্রি ব্যবহার এবং অনুমোদনবিহীন পদ্ধতি ব্যবহার করে কোলেস্টেরল
এবং হিমোগ্লোবিন পরীক্ষা করার অপরাধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০
এর ২৯ ধারায় ৪০,০০০/- অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ভাস্কর কিশোর এবং বরুড়া থানা পুলিশের একটি চৌকষ দল।
জনস্বার্থে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে