জমে
উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ- নির্বাচন। সোমবার
(১২ফেব্রুয়ারি) বিকাল চারটা পর্যন্ত ৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এরা হলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট জহিরুল
ইসলাম সেলিম,সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের
উপদেষ্টা পরিষদের সদস্য নূর-উর রহমান মাহমুদ তানিম, বিএনপির বহিষ্কৃত দু
নেতা কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও বহিষ্কৃত কেন্দ্রিয় সেচ্ছাসেবক
দলের নেতা নিজাম উদ্দিন কায়সার। পাশাপাশি মোঃ মাঈন উদ্দিন, মামুনুর রশিদ
মামুন ও শফিকুর রহমান নামে আরো তিনজন মনোনয়নপত্র কিনেছেন ।
উল্লেখ গত ১৩
ডিসেম্বর কুমিল্লা সিটি মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক আরফানুল হক রিফাত বড়লোক গমন করেন। এতে কুমিল্লা সিটি মেয়র এর পদটি
শূন্য হয়। পরে মেয়র পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিলের পর থেকে এই পর্যন্ত মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ছয় জন
মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১৩ ই ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ
দিন। ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
২০২৩ সালের কুসিকের তৃতীয়
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুকে
হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত।
ওই নির্বাচনে নৌকার প্রার্থী রিফাত ৫০ হাজার ৩১০ এবং সাক্কু পান ৪৯ হাজার
৯৬৭ ভোট।
২০২৩ সালের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। এরপর থেকে প্যানেল মেয়র হাবিবুর আল
আমিন সাদী ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।