প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১৫ পিএম |
বিশ্ব ভালোবাসা দিবসে সারাবিশ্ব যখন ভালোবাসায় মগ্ন, তখন ‘প্রেমের সুষম বণ্টনের দাবিতে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে প্রেমবঞ্চিত সংঘ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং বেগম খালেদা জিয়া হলের মাঝামাঝি দাঁড়িয়ে চৌদ্দ সেকেন্ড নীরবতা পালন করে। পরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না,’ ‘প্রেমের নামে প্রহসন বন্ধ কর,’ ‘তুমি কে, আমি কে, বঞ্চিত বঞ্চিত,’ ‘যোগ্য মানুষ হারালে, কাঁদতে হবে আড়ালে’- এমন স্লোগানে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন।সমাবেশে প্রেমবঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক এহসান আহমেদ আকাশ বলেন, প্রেম থেকে বঞ্চিত শুধু তরুণ-তরুণী না, পিতা–মাতা হতে পারে, সন্তান হতে পারে, এছাড়াও বিশ্বের অনেক মানুষ প্রেম থেকে বঞ্চিত। আমরা বিশ্বের সব জায়গায় প্রেম ছড়িয়ে পড়ুক। যেখানে যুদ্ধ চলছে, সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, সীমান্তে দাঙ্গা চলছে সব জায়গায় প্রেম ছড়িয়ে পড়ুক।
সমাবেশ শেষে সংগঠনের সদস্যরা গণস্বাক্ষর কর্মসূচি ও বৃক্ষরোপণ করেন।