কুমিল্লায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শাহ আলম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাতে সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়ার ছেলে। তিনি ঢুলিপাড়া ও পকেটগেট এলাকায় দুটি গ্যারেজের মালিক ছিলেন।
নিহতের বড় ভাই জসিম উদ্দিন বলেন, ‘শাহ আলম ১০ বছর আগে দক্ষিণ চর্থা থেকে নেউরা এলাকায় নতুন বাড়ি করে সেখানেই থাকতো। আগে গাড়ির ব্যবসা ছিল৷ পরে গ্যারেজ ব্যবসা শুরু করে। ঢুলিপাড়া ও পকেটগেট এলাকায় গ্যারেজ ব্যবসা করতো। মাঝেমধ্যে রাতে প্রতিষ্ঠানে থেকে যেত। শুক্রবার রাতেও ছিল। ভোরের দিকে বাড়ি ফিরছিল। এ সময় কুপিয়ে হত্যা করা হয়। আমরা খবর পাই সাড়ে ৫টার দিকে। ঘটনাস্থলে গিয়ে মাথায় কোপের দাগ দেখি। পাশে মোটরসাইকেল পড়ে ছিল। কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানি না।’
কুমিল্লা কোতয়ালি মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ‘নিহতের শরীরে কোপের চিহ্ন আছে। তাকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’