কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মীরপুর সড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।আহত হয়েছে ভরাসার এলাকার তার বন্ধু পিয়াস (২৫)।
উপজেলার কালকড়পাড়(ভরাসার) এলাকায় শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ২৫ বছর বয়সী মো. জাহিদুল ইসলাম সবুজ জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তিনি একই ইউনিয়ন এর মহিষমারা গ্রামে বিয়ে করেন। তিনি কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। নিয়তির নির্মম পরিহাস হাতের মেহেদীর রং মূছার আগে তার মৃত্যু বরন করতে হল। তার স্ত্রী জুই হতে হল বিধবা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন ও ইউপি সদস্য মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ২০ দিন আগে সবুজ বিয়ে করেন। তার স্ত্রীকে ( জুই) নিয়ে গত বৃহস্পতিবার কক্সবাজারে মধুচন্দ্রিমায় যান তিনি। শনিবার সকালে তিনি বাড়ি ফিরে আসেন।
ইউপি সদস্য আরও জানান, সকালে তাড়াহুড়া করে ইপিজেডের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সবুজের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ বাড়িতে নেন।