কুমিল্লা সিটি উপ- নির্বাচনের মেয়র পদে প্রচারণায় নগরীর ১০ নম্বর ওয়ার্ডের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠক করায় বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহার ও স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তারকে ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়ে শোকজ করেছে নির্বাচন কমিশন। গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই উঠান বৈঠক করায় সেদিনই তাদেরকে এই শোকজ করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। শোকজের চিঠি সূত্রে জানা গেছে, সরকারি স্থাপনায় নির্বাচনি সভা করায় প্রার্থী বাস প্রতীকের প্রার্থী ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। এই কার্যক্রমের জন্য কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না- তা পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে কুমিল্লা সিটি উপ- নির্বাচনে আচরণ বিধি পর্যবেক্ষণের জন্য ২৭টি ওয়ার্ডে ৯ জন ম্যাজিষ্ট্র্রেট নিয়োগ করা হয়েছে। ম্যাজিষ্ট্রেটগণ প্রচার-প্রচারণা শুরু হবার পর থেকে সকল প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের আচরণবিধি পর্যবেক্ষণ করবেন। আচরণবিধি অমান্য করলে নির্বাচনি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।
২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান-বৈঠক পথ সভার মধ্য দিয়ে জমজমাট হয়ে উঠছে নির্বাচনি পরিবেশ। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানেই রিটার্নিং কর্মকর্তা সকল প্রার্থীদের সতর্ক করে জানান, কেউ সরকারি স্থাপনা ব্যবহার করে প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। কোন সরকারি কর্মকর্তা প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না। উঠান বৈঠক বা পথ সভার ২৪ ঘন্টা আগে পুলিশকে জানাতে হবে। প্রতি ওয়ার্ডে একটি করে মাইক দুপুর দুইটার পর থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবহার করা যাবে। এসময় রিটানিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কে কোন দলের তা দেখা হবে না। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশন সর্বোচ্চ ব্যবস্থা নিবে।