অমর
একুশে বইমেলা উপলক্ষে যেসব প্রকাশনা প্রতিষ্ঠান ‘গুণিজন স্মৃতি পুরস্কার’
পেতে যাচ্ছে, তাদের নামের তালিকা প্রকাশ করেছে বাংলা একাডেমি।
বৃহস্পতিবার মেলার সমাপনি অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলা
একাডেমি জানিয়েছে, ওই দিন চিত্তরঞ্জন সাহা, মুনীর চৌধুরী, রোকনুজ্জামান
খান দাদাভাই ও শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে।
২০২৩
সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য
প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশ পাচ্ছে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার
২০২৪।
গত বছর প্রকাশিত বইয়ের মধ্যে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা বই
হিসেবে নির্বাচিত মনজুর আহমদ রচিত ‘একুশ শতকে বাংলাদেশ: শিক্ষার রূপান্তর'
এর জন্য প্রথমা প্রকাশন, মঈন আহমেদ রচিত ‘যাত্রাতিহাস: বাংলার
যাত্রাশিল্পের আদিঅন্ত' এর জন্য ঐতিহ্য এবং আলমগীর সাত্তার রচিত ‘কিলো
ফ্লাইট' এর জার্নিম্যান বুকসকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে।
২০২৩
সালে গুণমান বিচারে সর্বাধিক সংখ্যক শিশুতোষ বই প্রকাশের জন্য প্রকাশনা
প্রতিষ্ঠান ময়ূরপঙ্খি পাচ্ছে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার।
এবারের
বইমেলায় নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে বেঙ্গল বুকস, নিমফিয়া
পাবলিকেশন ও অন্যপ্রকাশকে কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৪ প্রদান করা
হবে।