বুড়িচং
প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচংয়ে একটি গ্যারেজ থেকে দুই নাইট গার্ডকে
জিম্মি করে ছয়টি ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই এর ঘটনা ঘটেছে।
গত
রবিবার ভোররাতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় এ ঘটনা ঘটে। এ
বিষয়ে ভুক্তভোগী জাকির হোসেন নামে এক অটোরিকশা চালক বুড়িচং থানায় অজ্ঞাত
ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কোরপাই
গ্রামের আয়েত আলির ছেলে জাকির হোসেন ওই স্থানীয় কাদের হুজুরের গ্যারেজে
প্রতিদিনের ন্যায় অটোরিকশাটি রেখে বাড়িতে যায়।
এই গ্যারেজে ওই এলাকার
শরিফুল ইসলাম এর ১টি, মাসুম মিয়ার ২টি, জাকির হোসেনের ১ টি এবং কবির
হোসেনের একটি, মোট ৬টি ব্যাটারী চালিত অটোরিকশা ছিল।অটোরিকশা গুলো
দেখাশোনার জন্য ওই গ্যারেজে নাইটগার্ড মোহাম্মদ আয়ত আলী ও মোহাম্মদ মহসিন
ছিলেন।
ওই দিন রাত পৌনে ৪ টায় ১০/১২ জন লোক গ্যারেজে থাকা দুই নাইট
গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রেখে পিকআপে তুলে ছয়টি
ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যায়। ছিনতাইকারীরা চলে গেলে গ্যারেজের
দায়িত্বে থাকা নাইট গার্ড অটোরিকশা মালিকদের খবর দেয়।
এ বিষয়ে বুড়িচং
থানার ওসি আবুল হাসানাদ খন্দকারকে একাধিক বার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
তাই ঘটনার বিষয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) কামরান
হোসেনকে অবগত করা হয়েছে।