নিজস্ব
প্রতিবেদক: প্রচার প্রচারণায় বাধা,সমর্থকদের উপর হামলা এবং উঠান বৈঠকে
চেয়ার টেবিল ভাংচুরের অভিযোগ জানিয়ে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত দিয়েছেন
মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম
এবং বিএনপি নেতা সাবেক দুই বারের মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক
সাক্কু। দুই মেয়র প্রার্থীর পক্ষ থেকে পৃথক অভিযোগ দায়ের করা হয় রিটার্নিং
কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনের কাছে।
নূর উর রহমান মাহমুদ তানিমের
দেয়া অভিযোগ থেকে জানা গেছে, ৩ মার্চ আনুমানিক দুপুর আড়াইটায় নগরীর ২৭
নম্বর ওয়ার্ডে ধনাইতরি এলাকায় হাতি মার্কার সমর্থক ও নারী প্রচারনা টীমের
উপর বাস মার্কার সমর্থক স্থানীয় কাউন্সিলর হাসানের নির্দেশনায় একদল
সন্ত্রাসী বাবুলের উপর হামলা করে ও নারী টীমকে ঘেরাও করে রাখে। এব্যাপারে
জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বিনীত অনুরোধ করা
হয়।
এছাড়া টেবিল করে প্রতিকার প্রার্থী বিএনপি নেতা মনিরুল হক
সাক্কুর পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট কাইমুল হক রিঙ্কু রিটার্নিং
কর্মকর্তার কাছে পৃথক পৃথক তিনটি ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন। ৩ মার্চ
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি সশরীরে গিয়ে এসব অভিযোগ জমা দেন। এ
সময় তিনি রিটার্নিং কর্মকর্তাকে জানান, ১৫ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে হামলা,
৬ নং ও ২ নং ওয়ার্ডে কর্মীদের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এসব আচরণ বিথির লঙ্ঘনের ঘটনায় যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা
নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিভিন্ন প্রার্থীদের অভিযোগের
প্রেক্ষিতে কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন বলেন, আমরা প্রার্থীদের লিখিত অভিযোগ
আমলে নিয়ে তদন্ত করে দেখছি। আচরণ বিধি পর্যবেক্ষণে নির্ভী ম্যাজিস্ট্রেট
গণের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষকরা ও কাজ করছে।