গতকাল
শনিবার পদুয়ার বাজার বিশ্ব রোড এ অবস্থিত আর্ট নার্সিং কলেজে স্বাধীনতা
দিবসের আলোচনা, আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইফতার
মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন -রুবাইয়া খানমউপজেলা নির্বাহী
অফিসার, সদর দক্ষিণ, প্রধান আলোচক শেখ জহিরুল ইসলাম চেয়ারম্যান আর্ট
নার্সিং কলেজ, বিশেষ অতিথি মোঃ আবদুর রহমান সহকারী কমিশনার ভূমি সদর
দক্ষিণ, কুমিল্লা, জসীম উদ্দিন চাষী সভাপতি সদর দক্ষিণ উপজেলা প্রেসক্লাব,
শেখ আবদুল মান্নান পরিচালক আর্ট নার্সিং কলেজ। সভাপতিত্ব করেন শিউলী
আক্তার, অধ্যক্ষ আর্ট নার্সিং কলেজ। এ বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-
ফুটবল, ক্যারাম, ক্রিকেট, দাবা, লুডু, দড়ি টানা, হাডুডু, সহ বিভিন্ন বিষয়ে
কৃতকার্যদের মধ্যে পুরস্কার বিতরণ ছাড়া ও স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে
বক্তৃতারা আলোচনা করেন। নার্সিং শিক্ষার পাশাপাশি ছাত্র ছাত্রী দের
খেলাধুলার উপর জোর দেন এবং আর্ট নার্সিং কলেজের এই উদ্যোগ কে সাধুবাদ
জানানো হয়। তাছাড়া মহান মুক্তিযুদ্ধে ২৬ শে মার্চ এ স্বাধীনতা ঘোষণার
তাৎপর্য তুলে ধরে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু এই ঘোষণার মধ্যে দিয়ে আমাদের
বিজয়ের সূচনার কথা বক্তারা তুলে ধরেন। বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী র
উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়। অনুষ্ঠান শেষে
ইফতারের আয়োজন করা হয়।