মুন্সীগঞ্জের গজারিয়ায় টি কে গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানায় লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। এর আগে রোববার (২৪ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদি এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ফায়ার ফাইটার আনিসুর রহমান বলেন, গজারিয়ার সুপার বোর্ড কারখানার আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠানটির কর্মীরা রোববার দুপুরে দিকে আগুন দেখতে পান। প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে নেভানোর কাজ শুরু করে।
গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ শুরু করি। পরে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আরও আটটি ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দেয়। ভেতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। জানা যায়নি ক্ষতির পরিমাণও।