বশিরুল
ইসলাম: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শাহানারা
আক্তার (শানু) এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা ও নার্সেস মিলনমেলা
অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৪ মার্চ) কুমেক হাসপাতালের কনফারেন্স
রুমে অত্র হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক ফারহানা আক্তারের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের
ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মো: শাহজাহান। নার্সিং কর্মকর্তা দুলাল
চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কুমেক হাসপাতালের সহকারী
পরিচালক ডাক্তার নিশাত সুলতানা, আবাসিক চিকিৎসক ডাক্তার রাসেল আহমদ, আবাসিক
মেডিকেল অফিসার ডাক্তার মাহবুব। কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারী কলেজের
অধ্যক্ষ আকবরী খানম, নার্সি ইনস্ট্রাক্টর গুলশান আরা, নার্সিং সুপারভাইজার
সাইফুন নাহার, মোসাম্মৎ তাসলিমা আক্তার, মিনু কর্মকার, ফেরদৌস আরা বেগম,
জান্নাতুল ফেরদৌস, শেফালী বেগম, সালমা বেগম, পারুল আক্তার, নাজমা আক্তার,
সিনিয়র স্টাফ নার্স ফরহাদ আহাম্মেদ চৌধুরী, রঞ্জিত চন্দ্র দাস, মো:
ইব্রাহীম, হাসান আলী খান, জাহিদ মিয়া, হরেকৃষ্ণ তালুকদার স্বপন, অলিউল্লাহ,
মো: ইব্রাহীম খলিল, ফাতেমা আক্তার, ফারজানা আক্তার, মায়মুন আক্তার সুমি,
মৃদুলা মিস্ত্রি নুরে আলম সানি, আব্দুল সোবহানসহ সকল নার্সিং
কর্মকর্তাবৃন্দ, স্টোর অফিসার শফিকুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা ফরিদ
আহমেদ রতন, ফার্মাসিস্ট খাইরুল ইসলাম, ওয়ার্ড মাস্টার ইলিয়াছ মিয়া ও আক্তার
হোসেন,
উল্লেখ্য শাহানারা আক্তার শানু’র প্রথম সরকারি চাকুরী জীবন
শুরু হয় ১৯৮৬ সালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে সিলেটের বিয়ানি বাজার
স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের মধ্যে দিয়ে। পরবর্তীতে বদলীজনিত কারণে
১৯৮৭সালে সিলেটের বালাগঞ্জে, এরপর ১৯৯৩ সালে সিলেটের বিশ^নাথ স্বাস্থ্য
কমপ্লেক্সে ৩ বছরের অধিক সময় দায়িত্ব পালন করেছেন। কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগদান করেন ১৯৯৬ সালে। একই
হাসপাতালে নার্সিং সুপারভাইজার হিসেবে ২০১১ সালে দায়িত্ব পেয়ে ২০১৬ সাল
পর্যন্ত দায়িত্ব পালন করেন। স্থানীয় নির্দেশে তিনি ২০১৭ সালে সেবা
তত্ত্বাবধায়কের দায়িত্ব পেয়ে ২০১৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে
সরকারি নির্দেশে সেবা তত্ত্বাবধায়কের দায়িত্ব পেয়ে সুনামের সাথে দায়িত্ব
পালন করে গতকাল ২৪ মার্চ রবিবার তিনি অবসরে যান। তাঁর স্বামী মো: হুমায়ুন
কবির ভুইয়াও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়কের
দায়িত্ব থেকে গত ২০২২ সালের ২ মার্চ অবসরে যান। উভয়ের অবসরজনিত কারণে
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অধিকাংশ নার্সরাই
তাঁর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের মঙ্গল কামনা
করেছেন। শাহানারা আক্তার শানু ব্যক্তি জীবনে ১ পুত্র ও কন্যা সন্তানের
জননী। ছেলে ডাক্তার অলি আহমেদ ও মেয়ে ডাক্তার তাসনিমা জাহান তমা।