কুমিল্লা
ব্রাহ্মণপাড়া উপজেলায় মালাপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিন
বিনষ্ট করা হয় এবং ড্রেজার মালিকদের বিরুদ্ধে মামলা প্রদান করা হয়েছে। ২৪
মার্চ (রবিবার) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
স.ম.আজহারুল ইসলামের নের্তৃত্বে উপজেলার মালাপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে
এসব অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়,
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলামের নের্তৃত্বে
উপজেলার মালাপাড়া ইউনিয়নে অভিযান পরাচালনা করা হয়। এসময় অবৈধ ড্রেজার
মেশিন দিয়ে বালু উত্তলনের দায়ে বিভিন্ন ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়। এছাড়া
ড্রেজার মেশিনের মালিকগণ সংশ্লিষ্ট স্থানে থাকে না থাকায় মোবাইল কোর্ট না
করে নিয়মিত মামলা প্রদান করা হয়েছে৷ এ ব্যাপারে সার্কেল এএসপি অভিযুক্ত
ড্রেজার মালিকদের গ্রেফতারের ব্যাপারে সহায়তার আশ্বাস প্রদান করেছেন। এসময়
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করেন।