রমজানকে সামনে রেখে কুমিল্লা নগরীর সড়কগুলোকে যানজট মুক্ত ও সুশৃংখল রাখতে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য ও সিটি কর্পোরেশনের কর্মী মিলে প্রায় ১০০ জন দায়িত্ব পালন করে। তাদের উৎসাহ দিতে রাস্তায়ই ইফতারে অংশ নিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মংনেমথাোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন সহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, রমজান মাসে শহরে মানুষের মুভমেন্ট বেড়ে যায় প্রচুর পরিমাণ লোকজন কেনাকাটার জন্য বের হয়, যানজট ও জটলা হয়। সে বিষয়টিকে মাথায় নিয়ে ব্যবসায়িক নেতৃবৃন্দদের সাথে নিয়ে আমরা চেষ্টা করছি। মহানগরে আমাদের ট্রাফিক যারা এই রমজানের মধ্যে সারাদিন ডিউটি করে তাদের সাথে সময় কাটাচ্ছি এবং এর সাথে কাজ করছি যাতে তারাও মোটিভেট হয় , তারা যেন তাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে পারে।
পরে নগরীর কান্দিরপাড় মোরে ট্রাফিক বক্সের সামনে কর্মরত ট্রাফিক পুলিশের হাতে ইফতার তুলে দেন এবং তিনিও সকলের সাথে ইফতার করেন।