চৌদ্দগ্রাম
প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে
পুলিশ। গতকাল সোমবার সকাল থেকে মহাসড়কের উপরবসা অবৈধ দোকানপাট উচ্ছেদে
নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা জোনের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এএসএম লোকমান হোসেন ও ফাঁড়ির
অন্যান্য অফিসারদের সমন্বয়ে পরিচালিত হাইওয়ে পুলিশের এই উচ্ছেদঅভিযানকে
সাধুবাদ জানিয়েছেন চৌদ্দগ্রামের সচেতন মহল।
উল্লেখ্য, হকারসহ এক শ্রেণির
ক্ষুদ্র ব্যবসায়ী চৌদ্দগ্রাম বাজার এলাকায় মহাসড়কের প্রায় এক কিমি এলাকা
দখল করে দোকান খুলে বসে।এতে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় নিত্য যানজট
লেগেথাকাসহ অহরহ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশের অভিযানের পর মহাসড়কে
নিরবিচ্ছিন্ন যান চলাচল দেখে লোকজনকে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা
গেছে।এবিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা জোনের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার
বলেন, আমাদের এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।