সংরক্ষিত
আসনের সাবেক এমপি রওশন আরা মান্নান ব্যক্তিগত উদ্যোগে কুমিল্লায় গরিবদের
মাঝে আসছে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী, বস্ত্র ও অর্থ বিতরণ করেছেন। তাছাড়াও
তিনি তার নিজ উদ্যোগে গঠিত এতিমখানা ও মাদ্রাসার শিশুদের ঈদ সালামি বিতরণ
করেছেন। গতকাল কুমিল্লা মহানগরীর কাপ্তানবাজার পাক্কার মাথায় অবস্থিত তাজ
রওশন স্কুল, এতিমখানা ও মসজিদ সংলগ্ন মাঠে এসব বিতরণ করা হয়। এসময় উপস্থিত
ছিলেন জাতীয় পার্টি থেকে সংরক্ষিত আসনে নির্বাচিত সাবেক এমপি ও সাবেক সড়ক
পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ
রওশন আরা মান্নান। এ সময় সাবেক এই এমপি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমি
আমার নিজ অর্থায়নে এলাকার ১হাজারের অধিক গরিব এবং মাদ্রাসার শিক্ষক,
শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী, বস্ত্র ও অর্থ বিতরণ করেছি। গরিব ও
অসহায়দের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমি প্রতি বছর এসব বিতরণ করে
থাকি এবং ভবিষ্যতেও এসব বিতরণ অব্যাহত রাখার আশা প্রকাশ করছি।
সাহায্য
নিতে আশা হতদরিদ্র পরিবারের লোকজন জানান, অধ্যক্ষ রওশন আরা মান্নান
ব্যক্তিগত অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে বহু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ,
মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। তাছাড়াও তিনি বহু ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে
অনুদানসহ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিরবে দান করে থাকেন। অসুস্থ্য
অসহায় দরিদ্রদের সাহায্য করেন। কন্যাদায়গ্রস্থ মেয়েদের পিতাকে সহযোগিতাসহ
মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করেন। আমরা তাঁর পরিবারসহ সকলের জন্য
সুখ সম্বৃদ্ধি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
এ সময় উপস্থিত ছিলেন
তাজ রওশন স্কুলের প্রধান শিক্ষক ইউসুফ ফারুক, নারী নেত্রী খালেদা আক্তার,
নারী নেত্রী জোসনা আক্তার, যুব নেতা আব্দুল কুদ্দুস, ফয়েজ আহম্মেদসহ
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।