২৬ই
মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজ,
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় দিবস ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে ভোর ৬ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও কলেজ পতাকা
উত্তোলন করা হয়। সকাল ১১টায় কাবিলা ক্যাম্পাসে শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন
চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী সমেত একটি বর্ণাঢ্য র্যালী
ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু’র
ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে বঙ্গবন্ধু সহ মহান স্বাধীনতা সংগ্রামে নিহত
সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তীতে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে- ইস্টার্ন মেডিকেল কলেজের
অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ
গণেশ চন্দ্র হালদার, শিশু সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ দেবশীষ
চক্রবর্তীসহ শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও
ছাত্র-ছাত্রীবৃন্দ।
এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে অত্র হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে উন্নতমানের খাবার সরবরাহ ও পরিবেশন করা হয়।