কুমিল্লার
লালমাই উপজেলায় ‘ডিলিং লাইসেন্স’ না থাকায় ১৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন
ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা
জরিমানা করা হয়। বুধবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার ভূশ্চি বাজারে অভিযানের
সময় এ জরিমানা করেন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ ।
ভ্রাম্যমাণ
আদালত সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি পণ্যের
ব্যবসা করার ক্ষেত্রে আলাদাভাবে ‘ডিলিং লাইসেন্স’ নেওয়ার বিধান রয়েছে। ২
মাস আগে ব্যবসায়ীদের ডিলিং লাইসেন্স নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু
ব্যবসায়ীরা নির্দেশনা না মানায় এ জরিমানা করা হয়। অভিযানে ১৩টি ব্যবসায়ী
প্রতিষ্ঠানের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ জানান, ডিলিং লাইসেন্স না
নেওয়ায় ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত
থাকবে বলে জানান ইউএনও।