৫২তম
স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া
প্রতিযোগিতার পুরস্কার আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে
কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে ওই পুরস্কার বিতরণ
করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
প্রতিযোগিতার
যুগ্ন সাধরণ সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ উদ্দিন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, বাশঁকাইট পি.জে উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আবদুল মতিন, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
তাজুল ইসলাম ও সাংবাদিক সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে ৪৫টি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।