প্রদীপ
মজুমদার : কুমিল্লার লালমাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাজমুল হোসেন (১৩
)নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার ১লা এপ্রিল সকালে
উপজেলার গৈয়ারভাঙ্গা থেকে লাকসামগামী সড়কের পারবাইন এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন উপজেলার বেলঘর মাদ্রাসার ছাত্র এবং বেলঘর উত্তর ইউনিয়নের উন্দানিয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা
জানান,বাইসাইকেলে চড়ে নাজমুল বেলঘর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে
চৌদ্দগ্রামের ছালেহা ব্রিকসের ইট বোঝাই ট্রাকের বেপরোয়া গতি ফিটনেস বিহীন
ট্রাক ও লাইসেন্স বিহীন কম বয়সী চালকের অসাবধানতায় এই দূর্ঘটনা ঘটে। ছেলেটি
ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।পরে স্থানীয়রা ট্রাকটি
আটক করে।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লা আল মাহফুজ
বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এব্যাপারে মামলা হয়েছে। এছাড়া নাজমুল
হোসেন এর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।