প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৪:১০ পিএম |
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যৌথ মহড়া দিয়েছে কুমিল্লা হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সড়ক বিভাগ। মহাসড়কে কোন কারণে যেন যান চলাচল ব্যহত না হয় - সেজন্য যেসব কার্যক্রম হাতে নেয়া হয়েছে তা পর্যবেক্ষণে রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা এই মহড়ায় অংশ নেন।
কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা- গোমতী সেতুর টোলপ্লাজা থেকে শুরু করে পদুয়ার বাজার রেলওভাপাস পর্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো পর্যবেক্ষণ করেন তারা। এসময় যাত্রী ও চালকদের সাথে কথা বলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমাসহ হাইওয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লা- নোয়াখালী, কুমিল্লা- সিলেট, কুমিল্লা-চাঁদপুর সকল সড়কেই পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসন সমন্বিত ভাবে কাজ করছে। অতিরিক্ত ভাড়া ও অবৈধ পার্কিং নিরসনে কাজ করবো মোবাইল কোর্ট।
পুলিশ সুপার আবদুল মান্নান জানান, শুধু যানজট নয়- যাত্রী ও চালকদের নিরাপত্তায় সচেষ্ট আছে পুলিশ।