বর্ণাঢ্য
আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় বাঙালির ঐতিহ্য "পহেলা
বৈশাখ ১৪৩১ "উদযাপন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়। এতে সকালে একটি
বর্নাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে
এক আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল
ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, থানার অফিসার ইনচার্জ
(ওসি) এস এম আতিক উল্ল্যাহ। এসময় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া
মাষ্টার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত
মহিউদ্দিন মুবিন, শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহিদুল করিম, পল্লী বিদ্যুতের
ডিজিএম মোস্তাফিজুর রহমান খান, এজিএম আজহারুল ইসলাম আবির, সমাজসেবা
কর্মকর্তা কবির আহামেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজমসহ বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।