ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে কুমিল্লার দেবিদ্বারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ঈদের দ্বিতীয় দিন এটির আয়োজন করে বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয় ২০০৩ ব্যাচের প্রাক্তন সকল শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাণবন্ত করে তুলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষকরা। ২০০৩ সালের প্রাক্তন শিক্ষার্থী মো. আমির হোসেন সঞ্চালনায় দিকনির্দেশনা এবং পরামর্শমূলক বক্তব্য রাখেন, প্রাক্তন সহকারী শিক্ষক মো. আসলাম খান, মো. কাজী আবদুল ওয়াহিদ, মো. আবু তাহের, মো. আবুল হাশেম, এবং বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, সহকারি শিক্ষক মো. শাহ্আলম খান, মো. জসিম উদ্দিন, সুলতানা পারভীন, তাছলিমা আক্তার, মো. রফিকুল ইসলাম, এবং আরিফ বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি মো. জহিরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ করেন, ফারুক খান, হাসান সরকার, মো. রাসেল, শক্তি রঞ্জন দাস, আল- আমিন, মারুফ আলম খন্দকার, হাসিনা আক্তার, নার্গিস আক্তার, জেসমিন আক্তার, হালিমা আক্তার এবং আমেরিকা থেকে অনলাইনে যুক্ত ছিলেন স্কুলের একই ব্যাচের ছাত্র মো. শরিফুল ইসলাম, জাপান থেকে যুক্ত ছিলেন মো. হাসান এবং মো. শরিফ হোসেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। দুপুরের নামাজের পর স্কুলের একই ব্যাচের ছাত্র মো. জাহাঙ্গীর আলম এর মৃত্যতে দোয়ার আয়োজন করা হয়। পরে সকলের মধ্যহ্নভোজ শেষ করে সকল শিক্ষকদেরকে সম্মাননা স্মারক এবং পুরস্কার প্রদান করা হয়। পরে সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। স্কুলের সভাপতি মো. জহিরুল ইসলাম সরকার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।