ফতুল্লায় আজ ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ইনিংসের দশম ওভারেই প্রথম বোলিং পেলেন রেজাউর রহমান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পেসার উইকেট পেয়ে গেলেন প্রথম বলেই। লাফিয়ে ওঠা বলটি ফজলে রাব্বির ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটকিপার জাকির হাসানের গ্লাভসে। পাঁচ বল পর আরও বড় শিকার রেজাউরের। অফ স্টাম্পের বাইরের বলে চালাতে গিয়ে স্লিপে সাব্বির রহমানের হাতে ক্যাচ তোলেন সাকিব আল হাসান। রেজাউর বল হাতে নেওয়ার আগেই উইকেটে আসা সাকিব ফিরেছেন পেয়েছেন গোল্ডেন ডাক।
নিজের প্রথম ওভারেই ২ উইকেট নেওয়া রেজাউর অষ্টম উইকেটটি নিলেন ইনিংসের ২২তম ওভারে শেখ জামালের শেষ ব্যাটসম্যান শফিকুল ইসলামকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে। ৭১ রানে অলআউট শেখ জামাল, আর ২৩ রানে ৮ উইকেট নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রেজাউর।
এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে না হলেও বেশ কয়েকটি সিরিজেই বাংলাদেশ দলে থাকা রেজাউর ভেঙেছেন আরেক পেসার ইয়াসিন আরাফাতের রেকর্ড। ২০১৭-১৮ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে ফতুল্লাতেই আবাহনীর বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন ইয়াসিন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের ৮ উইকেট নেওয়ার উদাহরণ এই দুটিই।
৬.৩-০-২৩-৮, লিস্ট ‘এ’ ইতিহাসে ষষ্ঠ সেরা বোলিং রেজাউরের। বিশ্ব রেকর্ডটা ভারতের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমের। ২০১৮ সালে চেন্নাইয়ে বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের বিপক্ষে ১০ রানে ৮ উইকেট নিয়েছিলেন ঝাড়খন্ডের হয়ে খেলা নাদিম। ১০-৪-১০-৮, এমন চোখ কচলানো বোলিং বিশ্লেষণই ছিল ভারতের হয়ে দুটি টেস্ট খেলা বোলারের।
রেজাউর আজ নিজের প্রথম ওভারে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ওভারেও নেন ২ উইকেট। এবার শিকার নুরুল হাসান ও তাইবুর রহমান। নুরুল স্ল্যাশ করে কাভারে সানজামুল ইসলামের হাতে ক্যাচ দেন। তাইবুরের অফ স্টাম্প উপড়ে ফেলেন রেজাউর।
এরপর ১৪তম ওভারে রিপন ম-লকে ও ১৮তম ওভারে আবেদুর রহমানকেও বোল্ড করেন রেজাউর। দুবারই অফ স্টাম্প উপড়ে ফেলেন রেজাউর।
রেজাউরের দুর্দান্ত বোলিংয়ে বড় জয়ে এবারের লিগ শেষ করেছে তাঁর দল প্রাইম ব্যাংকও। ২৭১ রানের লক্ষ্যে ব্যাট করা শেখ জামাল ২১.৩ ওভারে ৭১ রানে অলআউট হয়ে হেরেছে ১৯৯ রানে। এই জয়ে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করল প্রাইম ব্যাংক।
এর আগে ২৭০ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। আগের ম্যাচে সেঞ্চুরি করা জাকির হাসান আজ ৯৫ বলে করেছেন সর্বোচ্চ ৮৫ রান। এ ছাড়া মুশফিকুর রহিম করেছেন ৯৪ বলে ৭৮ রান। দুজনই মেরেছে ২টি করে ছক্কা। প্রাইম ব্যাংক ৪৯ রানে ২ উইকেট হারানোর পর ১৩৩ রানের জুটি গড়েন দুজন।