ইসমাইল নয়ন।।
তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা অনুযায়ী সকল প্রাথমিক
বিদ্যালয় চালু হয়েছে। সেই নির্দেশনা পালন করতে সচেতনতার অংশ হিসাবে
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম
শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। সেই
সাথে শিক্ষার্থীদের সচেতন হওয়ার বিভিন্ন পরামর্শ দেন। মঙ্গলবার সকালে
উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সেখানে
শিক্ষার্থীদের সাথে তাপদাহ থেকে রক্ষা পেতে বেশি বেশি পানি পান করার অভ্যাস
গড়ে তুলতে পরামর্শ দেন।