ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর
দাবি জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য তৌহিদুজ্জামান। বুধবার (৮ মে) জাতীয়
সংসদে ৭১ বিধিতে আনা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের
নোটিশে তিনি এই দাবি জানান।
তৌহিদুজ্জামান বলেন, কিডনি ফাউন্ডেশনের
জরিপের তথ্যমতে, বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ কোনও না কোনোভাবে কিডনি রোগে
ভুগছেন। আক্রান্তদের মধ্যে ৪০ হাজারের কিডনি পুরোপুরি অকেজো হচ্ছে
প্রতিবছর। অকেজো কিডনি রোগীদের সপ্তাহে দুই-তিন বার করে ডায়ালাসিস করাতে
হয়। এতে ৪০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। আনুষঙ্গিক খরচসহ মাসে গড়ে এক লাখ
টাকা ব্যয় হয়। দেশে একটি মাত্র প্রতিষ্ঠান এটি তৈরি করে। বাকি সব আমদানি
করা হয়। ডায়ালাইজার কিটে শুল্ক কমানো হলে রোগীরা স্বল্পে মূল্যে ডায়ালাইসিস
করাতে পারবেন। তিনি এ বিষয়ে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
জবাবে
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা
খান বলেন, ‘কর ভার কমানোর প্রস্তাব করা হলে এ বিষয়ে যথানিয়মে ব্যবস্থা
নেওয়া হবে।’