কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল ও প্রার্থীতা বৈধতার পর গণসংযোগ করছেন এডভোকেট জাহান আরা বেগম। তিনি তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী নেত্রী হিসেবে খ্যাত কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও ব্রাহ্মণপাড়া উপজেলার মহিলা আওয়ামী লীগের আহবায়ক প্রয়াত সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপির সহচর বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবীকা এডভোকেট জাহান আরা বেগমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গতকাল মঙ্গলবার ও বুধবার গণসংযোগ এবং কৌশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে সর্ব দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তিনি গণসংযোগে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারণাও করেন।
সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে মালাপাড়া, জিরুইন, রামনগর, সিদলাই, চান্দলা, করিমপুর, গজারিয়া, কান্দুঘর, রাজাবাড়ি, মাধবপুর, মকিমপুরের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন। এই সময়ে তিনি বিভিন্ন স্থানে নেমে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দোয়া চান। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের অর্জন তুলে ধরেন।
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট জাহান আরা বেগমে বলেন, আমি যদি ব্রাহ্মণপাড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হতে পারি তাহলে হতদরিদ্র, অসহায়, ছিন্নমূল মানুষের পাশে থেকে সেবা করে যাব।এবং বঞ্চিত লাঞ্ছিত মানুষের অধিকার ফিরিয়ে দিব। আমি এখান থেকে নিতে আসি নাই দিতে এসেছি, আপনার আমার জন্য দোয়া করেন আগামী ২৯ মে আপনার যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমি ব্রাহ্মণপাড়া কে ডিজিটাল ও মডেল উপজেলা হিসেবে রূপান্তর করব ইনশাআল্লাহ।